Ahsania Mission School & College পরিদর্শন

Participants : Dhaka Ahsania Mission-এর প্রেসিডেন্ট: প্রফেসর ড. গোলাম রহমান, ভাইস-প্রেসিডেন্ট: প্রফেসর ড. আবু তৈয়ব

Date : 12-11-2024

Dhaka Ahsania Mission-এর প্রেসিডেন্ট: প্রফেসর ড. গোলাম রহমান, ভাইস-প্রেসিডেন্ট: প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ, সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার এ. এফ. এম গোলাম শরফুদ্দিন, ট্রেজারার: ডা. আব্দুল জলিল, নির্বাহী পরিচালক: মো: সাজেদুল কাইয়ুম দুলাল এবং সাবেক সাধারণ সম্পাদক: ড. এস. এম. খলিলুর রহমান মহোদয় ১২ নভেম্বর, ২০২৪ তারিখে Ahsania Mission School & College পরিদর্শনকালে সার্বিক বিষয়ে অবগত হোন। শিক্ষকবৃন্দকে শ্রেণিতে মানসম্মত পাঠদানে পরামর্শ প্রদান, শিক্ষার্থীদের উন্নত মনন, নৈতিক শিক্ষা অর্জন এবং ফলাফলে গুরুত্বারোপ করেন।