AMC এবং AIICT এর আয়োজনে "Protection from Sexual Harassment Exploitation and Abuse (PSHEA)" শীর্ষক সে
অংশগ্রহণকারীরা : All students, Lecturers, teachers and staff
তারিখ : 12-09-2024
Ahsania Mission School and College (AMC) এবং Ahsanullah Institute of Information and Communication Technology (AIICT) এর আয়োজনে "Protection from Sexual Harassment Exploitation and Abuse ( PSHEA)" শীর্ষক এক সেমিনার ১২ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে জনাব মোঃ জাহাঙ্গীর আলম, Joint Director, CC & DRR Sector, DAM বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন। উক্ত সেমিনারে জনাব মোঃ হাবিবুর রহমান, Deputy Director, HR & Admin Division, DAM উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
উক্ত সেমিনারে AMC এর ৪৯ জন এবং AIICT এর ১২ জন শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন। সেশন চলাকালীন AMC এর অধ্যক্ষ এবং AIICT এর অধ্যক্ষ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।