অভ্যন্তরীণ পরীক্ষাও মূল্যায়ন (একাদশ-দ্বাদশ)

অভ্যন্তরীণ পরীক্ষাও মূল্যায়ন (একাদশ-দ্বাদশ)

পাঠ্যসূচীর আলোকে কোর্স প্লান ও পরিকল্পনা প্রণয়ন করা হবে এবং নিয়মিত অভ্যন্তরীণ পরিক্ষা ও মূল্যয়নের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরীক্ষাসমূহ প্রত্যেক ছাত্র-ছাত্রী কোন পরীক্ষায় অনুপস্থিত থাকতে পারবে না।

ক) একাদশ শ্রেণীর জন্যঃ মোট তিনটি পর্বে কোর্স সমাপ্ত হবে । প্রতি পর্বে দুটি শ্রেণী-পরীক্ষাসহ একটি চূড়ান্ত পর্ব পরীক্ষা নেয়া হবে। যে সকল বিষয় ব্যবহারিক আছে সে সকল বিষয়ে তৃতীয় পর্বে একটি পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার বিবরণ

প্রথম পর্ব

দ্বিতীয় পর্ব

তৃতীয় পর্ব

প্রতি বিষয়

মানবন্টন

নম্বর

মানবন্টন

নম্বর

মানবন্টন

নম্বর

টিউটরিয়াল পরীক্ষা

২৫*১

২৫

২৫*১

২৫

২৫*১

২৫

ব্যবহারিক

-

-

 

-

১৫*১

১৫

পর্ব পরীক্ষা

৭৫*১

৭৫

৭৫*১

৭৫

৬০*১

৬০

মোট নম্বর

-

১০০

-

১০০

-

১০০

বিঃ দ্রঃ যে সকল বিষয় এ ব্যবহারিক নেই সে সকল বিষয় এ তৃতীয় পর্ব পরীক্ষার নম্বর ৭৫ বার্ষিক/চূড়ান্ত মূল্যয়ন এর ক্ষেত্রে প্রতি বিষয়ে তিন পর্বের মোট ৩০০ নম্বরকে ১০০ নম্বরে রুপান্তরিত করা হবে।

 খ) দ্বাদশ শ্রেনী জন্যঃ মোট দুইটি পর্বে কোর্স সমাপ্ত করা হবে । প্রথম পর্বে দুটি শ্রেনী পরীক্ষা সহ একটি পর্ব পরীক্ষা এবং দ্বিতীয় পর্বে নির্বাচনী পরীক্ষা নেয়া হবে । যে সকল বিষয় ব্যবহারিক আছে সে সকল বিষয়ে নির্বাচনী পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার বিবরণ

প্রথম পর্ব

প্রথম পর্ব (নির্বাচনী পরীক্ষা)

 

মানবন্টন

নম্বর

মানবন্টন

নম্বর

টিউটরিয়াল পরীক্ষা

২৫ė১

২৫

-

-

ব্যবহারিক

১৫*১

১৫

২৫*১

২৫

পর্ব পরীক্ষা

 

৬০*১

৬০

৭৫*১

৭৫

প্রতি বিষয়

মোট নম্বর

১০০

-

১০০

বিঃ দ্রঃ যে সকল বিষয়ে ব্যবহারিক নেই সে সকল বিষয় এ ১ম পর্ব পরীক্ষার নম্বর ৭৫ এবং নির্বাচনী পরীক্ষার নম্বর ১০০।

গ) প্রোগ্রেস রিপোর্টঃ প্রতি পর্ব শেষে সকল পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীর আচরন এবং কলেজ কর্তৃপক্ষের মন্তব্য সম্বলিত একটি “প্রোগ্রেস রিপোর্ট” প্রত্যেক শিক্ষার্থীর মাধ্যমে অভিভাবকের জ্ঞাতার্থে প্রদান করা হবে । সাধারণত পরীক্ষা সমাপ্ত হবার ১৫ দিন পর এ এই প্রোগ্রেস রিপোর্ট দেয়া হবে। যে কোন পরীক্ষার ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে আবেদনপত্রের মাধ্যমে কলেজে এসে অভিভাবকদের দেখার সুযোগ রয়েছে ।

ঘ) প্রমোশনের নিয়মাবলীঃ একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে প্রমোশন পেতে হলে অবশ্যই ৮০% ক্লাশে উপস্থিত এবং মূল্যয়ন এ বিজ্ঞান শাখার জন্য গড়ে ৫০% বা ন্যূনতম জিপিএ ৩ এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য গড়ে ৪৫% বা ন্যূনতম জিপিএ ২.৫ পেতে হবে । সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের শেষ মাস পর্যন্ত কলেজের বেতনাদি পরিশোধ থাকতে হবে।