সংস্থা পরিচিতি
ঢাকা আহ্ছানিয়া মিশনের সার্বিক পরিচালনায় ছাত্র-ছাত্রী মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে আহছানিয়া মিশন কলেজ প্রতিষ্ঠিত। বাস্তব, যুগোপযোগী ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। প্রকাশ থাকে যে, ঢাকা আহছানিয়া মিশন তার ব্যাপক কর্মকান্ড বিশেষ করে সমাজ সেবামূলক কাজের জন্য "স্বাধীনতা পুরষ্কার - ২০০২” অর্জন করেছে। ইতোমধ্যে ঢাকা আহছানিয়া মিশন দেশে শিক্ষার প্রসার ও উন্নয়নের লক্ষ্য
(১) আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
(২) খানবাহাদুর আহছানউল্লাহ শিক্ষক প্রশিক্ষণ কলেজ,
(৩) আহছানউল্লাহ ইনস্টিটিউট ফর ইনফরমেশন এন্ড কম্যুনিকেশন টেকনোলজি,
(৪) ইনস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং
(৫) ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওয়ার্কিং
(৬) আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠাসহ বহুবিধ প্রতিষ্ঠানের কর্মকান্ড পরিচালনা করে আসছে। ঢাকা মহানগরীতে চাহিদার তুলনায় মানসম্পন্ন ভাল কলেজের সংখ্যা খুবই কম। বিশেষ করে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আসন সংখ্যা সীমিত। ফলে এই দুই শাখার উচ্চ মেধাসম্পন্ন অনেক শিক্ষার্থী ভাল কলেজে ভর্তির সুযোগ না পেয়ে নিম্ন মানের কলেজে ভর্তি হতে বাধ্য হয়। বহু মেধাবী ও প্রতিশ্রুতিশীল ছাত্র-ছাত্রী মানসম্পন্ন কলেজে ভর্তি হতে না পেরে নিরাশ হয়ে ফিরে যায়। হাতে-গোনা মানসম্পন্ন ভাল কলেজগুলোর মধ্যে সকল সরকারি কলেজ এবং সিংহভাগ বেসরকারি কলেজে ছাত্র রাজনীতির অনুপ্রবেশ, শিক্ষকগণের কোচিং প্রবণতা এবং অন্যান্য কারণে তাদের লেখাপড়ার মান আশানুরূপ নয়। বিশেষ করে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে গুনগত মানসম্পন্ন আদর্শ কলেজের দারুণ অভাব। অধিকন্তু সিংহভাগ কলেজগুলোতে অনুমোদিত পাঠ্যক্রম ও পাঠ্যসূচির আলোকে গতানুগতিক ধারায় শুধু শ্রেণীকক্ষে পাঠদান করাই একমাত্র লক্ষ্য। শিক্ষার্থীদের জীবনে সকল স্তরে তথা কর্মময় বাস্তব জীবনে চলার পথের পাথেয় হিসাবে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও শৃঙ্খলাবোধ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ এবং শ্রমের মর্যাদা ইত্যাদি গুণাবলী উজ্জ্বীবনের কোন ব্যবস্থা বা প্রয়াস এসব কলেজে দৃশ্যমান নয়। ফলশ্রুতিতে মূল্যবোধ অবক্ষয়ের মাত্রা, খুন-রাহাজানি, ছিনতাই, সন্ত্রাস ইত্যাদি অবাঞ্চিত কার্যাকলাপ ও সামাজিক অস্থিরতার মাত্রা দিন দিন অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলেছে। এ অবস্থার নিরসন কল্পে ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক প্রতিষ্ঠিত অত্র কলেজে পাঠ্যসূচীর সহগামী ও সম্পূরক কার্যাক্রমের আওতায় ক্ষয়িষ্ণু মূল্যেবোধগুলো জাগ্রত করার ব্যবস্থা রয়েছে। এসব অসুবিধার কথা বিবেচনা করেই ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক ব্যতিক্রমিধর্মী একটি আদর্শ উন্নত কলেজ হিসেবে “আহছানিয়া মিশন কলেজ” প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং তার প্রয়োগের ক্ষেত্রে সহায়তা দানই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি ও বিকাশের একমাত্র মাধ্যম। এসব স্মরণে রেখে এ প্রতিষ্ঠানের শুভযাত্রা। প্রজ্বলিত শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। সর্বোপরি, প্রতিষ্ঠানটি আদর্শ্ মানুষ গড়ার অনন্য সাধনায় রত। পরিচালনা পরিষদের সুযোগ্য দিক-নির্দেশনা ও পরিচালনা এবং শিক্ষক ও কমর্চারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল আসন লাভ করতে সক্ষম হবে। ছাত্র-ছাত্রীদের সার্বিক উৎকর্ষ্ সাধন এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষকমন্ডলী সদা সচেষ্ট। আমাদের দৃঢ় প্রত্যাশা, অত্র কলেজ শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস ও মানবিক চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা পালনে সক্ষম হবে।
স্কুলের বৈশিষ্ট্যসমূহ:
০১। দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।
০২। ইংরেজি, গণিত ও কম্পিউটারের ন্যায় আধুনিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ।
০৩। ধর্মীয় শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার অগ্রাধিকার।
০৪। সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষাসফর।
০৫। সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার ব্যবস্থা।